বাউফলে বিভিন্ন জাতের বোরো ধানের নমুনা শস্য কর্তন


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ১১:৩২ অপরাহ্ন, ১০ই মে ২০২৩


বাউফলে বিভিন্ন জাতের বোরো ধানের নমুনা শস্য কর্তন
বিভিন্ন জাতের বোরো ধানের নমুনা শস্য কর্তন

পটুয়াখালীর বাউফলে "যারা যোগায় ক্ষূধার অন্ন আমরা আছি তাদের জন্য" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বিভিন্ন জাতের বোরো প্রদর্শনীর ধানের নমুনা শস্য কর্তন ও উৎপাদন পর্যবেক্ষণ অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (১০ মে) সকাল দশটার দিকে দিকে উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলার কনকদিয়া ও কেশবপুর ব্লকে ব্রিধান-৭৪, এসিআই-০১ হাইব্রিড বোরো প্রদর্শনী ধানের নমুনা শস্য কর্তন ও উৎপাদন পর্যবেক্ষণ করেছেন উপজেলা কৃষি বিভাগ। 


ব্রিধান-৭৪, এসিআই -০১ জাতের বোরো ধানের নমুনা শস্য কর্তনে ধানের আদ্রতা, ফলন, কুশির সংখ্যা, দানার ওজন ও প্রতি ছড়ায় দানার সংখ্যার নানান বিষয়ে পর্যবেক্ষণ করা হয়।


এবছর হেক্টর প্রতি গড়ে ধান উৎপাদন হয়েছে ৭.৩৩ মে. টন, সে অনুযায়ী কৃষক চাল পাবেন ৪.৮৩ মে. টন।


এসময় উপস্হিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. কামরুল হাসান, উপ-সহকারী কৃষি অফিসার মো. রেদোওয়ান উদ্দিন তালুকদার, আ. মোমেন মৃধা, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মো.আনছার উদ্দিন মোল্লাসহ প্রদর্শনীর কৃষক-কৃষাণী বৃন্দ। 


উপস্থিত কৃষক-কৃষাণীকে ব্রিধান-৭৪, ব্রিধান-৯২, বঙ্গবন্ধু -১০২, জনকরাজ, ব্যাভিলন, এসএল-৮ এইচসহ বিভিন্ন জাতের উচ্চ ফলনশীল বোরো ধানের উন্নত জাতের আবাদের পরামর্শ প্রদান করা হয়েছে।


আরএক্স/