সবুজবাগে বিষ খাইয়ে নারীকে হত্যার অভিযোগ


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৩:৫৮ পূর্বাহ্ন, ১১ই মে ২০২৩


সবুজবাগে বিষ খাইয়ে নারীকে হত্যার অভিযোগ
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ফাইল ছবি

রাজধানীর সবুজবাগে জুসের সঙ্গে বিষ মিশিয়ে খাইয়ে হাসিনা বেগম (৫৫) নামে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে বলে জানা গেছে। 


সোমবার (৬ মে) সবুজবাগের দক্ষিণগাঁও এলাকায় এ ঘটনাটি ঘটেছে। পরে বুধবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


সবুজবাগ থানার এসআই আজমিন নাহার বলেন, বাসা ভাড়া নেওয়ার জন্য দুই নারী হাসিনা বেগমের সঙ্গে এসে কথা বলেন। হাসিনা বেগম ওই নারীদের কাছে সাত হাজার টাকা ভাড়া চান। এ সময় ওই দুই নারী ৫০০ টাকা বাসা ভাড়া বাবদ অ্যাডভান্স করেন। পরদিন মঙ্গলবার আবারও ওই বাসায় দুই নারী ও এক পুরুষ আসেন। এ সময় তারা বেলের জুস, মাথায় দেওয়ার মেহেদী ও বিভিন্ন খাদ্যদ্রব্য নিয়ে আসেন। পরে হাসিনা বেগমকে জুসের সঙ্গে বিষ মিশিয়ে অচেতন করে। সেসময় তার গলায় থাকা সোনার চেইন, কানের দুল, চুড়ি ও নগদ টাকা নিয়ে যায় ওই চক্রটি।


আজমিন নাহার বলেন, মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে। সবুজবাগ থানার দক্ষিণগাঁও এলাকার দুই নম্বর রোডের ২৯৮ নম্বর বাসাটি হাসিনা বেগমদের নিজের বাসা।

জেবি/ আরএইচ্/