সুনামগঞ্জে তীব্র গরমে ৩ জনের মৃত্যু
জনবাণী ডেস্ক
প্রকাশ: ০৫:১৭ অপরাহ্ন, ১১ই মে ২০২৩
তীব্র গরমে সুনামগঞ্জের পৃথকস্থানে তিন জন মারা গেছেন। বুধবার (১০ মে) পৃথক স্থান থেকে স্বজনরা তাদের ছাতক উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতরা হলেন- ছাতক উপজেলার সাদারাই গ্রামের মনজুর রহমান (৪০), দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাও ইউনিয়নের জলসী গ্রামের আজির উদ্দিন (৬৫) ও শান্তিগঞ্জ উপজেলা দুর্গাপুর গ্রামের রাফিয়া বেগম (৬০)।
ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডা. রাজীব চক্রবর্তী বলেন, প্রচণ্ড গরমের কারণে তাদের কার্ডিয়াক অ্যাটাক বা ব্রেইন স্ট্রোক হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সিলেট আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, সুনামগঞ্জে বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৬ ডিগ্রী সেলসিয়াস। আর সর্বনিম্ন ছিল ২৫ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস।
জেবি/ আরএইচ/