বরিশালে কার্গোতে ইঞ্জিন রুমে আগুন
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৬:৫৫ অপরাহ্ন, ১১ই মে ২০২৩
বরিশাল সদরের মুক্তিযোদ্ধা পার্কের সামনে মেঘনা ডিপোর কার্গোতে ইঞ্জিন রুমে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ২ জন নিহতে হয়েছে। এতে নিখোঁজ রয়েছে আরও ১ জন।
বৃহস্পতিবার (১১ মে) অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ৪টা ৪৮ মিনিটে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস পৌছায়।
ফায়ার সার্ভিস জানিয়েছে, বরিশাল নদী ফায়ার স্টেশনের ‘অগ্নিঘাতক’ ইউনিট উদ্ধারকাজ করছে। আরও ২টি ইউনিট সেখানে আছে। ঘটনা স্থল থেকে ২ জনের মরদেহ করেছে ফায়ার সার্ভিস। এছাড়া স্থানীয় জনতার সহযোগিতায় ২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনো ১ জন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। এখনো উদ্ধার কাজ চলছে।
জেবি/এসবি