সরকারি কর্ম কমিশনের সদস্য হলেন শফিকুল


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৮:৪৩ অপরাহ্ন, ১১ই মে ২০২৩


সরকারি কর্ম কমিশনের সদস্য হলেন শফিকুল
মো. শফিকুল ইসলাম বিপিএম (বার)

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) সদস্য হয়েছেন মো. শফিকুল ইসলাম বিপিএম (বার)। 


বৃহস্পতিবার (১১ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন করে বিষয়টি জানানো হয়।


এতে বলা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১৩৮ (১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে পিআরএল ভোগরত প্রাক্তন অ্যাডিশনাল আইজি (গ্রেড-১) জনাব মোহা: শফিকুল ইসলাম (বিপি নম্বর ৬২৮৯০২০৯১৪), বিপিএম (বার)-কে তাঁর অভোগকৃত অবসর-উত্তর ছুটি ও তদসংশ্লিষ্ট সুবিধাদি স্থগিত এবং অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে জনস্বার্থে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (বিপিএসসি)-এর সদস্য পদে সানুগ্রহ নিয়োগ প্রদান করলেন।


এতে আরও বলা হয়, সংবিধানের ১৩৯ (১) অনুচ্ছেদ অনুসারে তিনি দায়িত্ব গ্রহণের তারিখ থেকে ০৫ (পাঁচ) বছর বা তাঁর বয়স ৬৫ (পঁয়ষট্টি) বছর পূর্ণ হওয়া- এর মধ্যে যেটি আগে ঘটে, সে সময় পর্যন্ত বাংলাদেশ সরকারী কর্ম কমিশন-এর সদস্য পদে দায়িত্ব পালন করবেন।


জেবি/এসবি