চট্টগ্রামে আবাসিক হোটেল থেকে আটক ২০
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০২:০১ পিএম, ১২ই মে ২০২৩

অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার বিআরটিসি এলাকায় একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ২০ জনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে ১৫ জন পুরুষ ও পাঁচজন নারী।
বৃহস্পতিবার (১১ মে) দিবাগত রাতে হিলটাউন নামে ওই হোটেলে অভিযান পরিচালনা করা হয়।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।