হিলিতে আবারও বেড়েছে পেঁয়াজের দাম
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৪:০৫ অপরাহ্ন, ১২ই মে ২০২৩
দিনাজপুরের হিলিতে আবারও কেজিতে ১৫ টাকা বেড়েছে পেঁয়াজের দাম। মানভেদে ৫০ টাকার পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে ৬৫ টাকা কেজিতে। ব্যবসায়ীরা বলছেন, ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ থাকায় বাজারে বৃদ্ধি পেয়েছে দেশি পেঁয়াজের দাম।
শুক্রবার (১২ মে) হিলির বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।
গত তিনদিন আগে যে পেঁয়াজের দাম ছিলো ৫০ থেকে ৫২ টাকা কেজি, বর্তমান তা বিক্রি হচ্ছে পাইকারি বাজারে ৬৪ টাকা কেজি। ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হলে আবারও কমে যাবে পেঁয়াজের দাম, এমনটি আশা করছেন ব্যবসায়ীরা।
বাজারের পেঁয়াজ ব্যবসায়ী রানা বলেন, পেঁয়াজের দাম অনেকটা বৃদ্ধি পেয়েছে। ৫০ টাকার পেঁয়াজ এখন পাইকারি কিনতে হচ্ছে ৬৪ টাকা কেজি দরে।
পাইকারি পেঁয়াজ ব্যবসায়ী সুজন বলেন, ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ থাকায় পেঁয়াজের দাম বেড়েই চলেছে। যদি পেঁয়াজ আমদানি শুরু হয় তাহলে দাম কমে যাবে।
জেবি/ আরএইচ/