দুমকিতে ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় প্রস্তুতি সভা

ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় তথ্য আদান-প্রদানসহ যাবতীয় কার্যক্রমের জন্য মনিটরিং সেল গঠন করেছে উপজেলা প্রশাসন
বিজ্ঞাপন
পটুয়াখালীর দুমকিতে ঘূর্ণিঝড় মোখার প্রভাব বিস্তার রোধে পূর্ব প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ মে) সকাল ১০ টায় উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানরা উপস্থিত থেকে নিজ নিজ দপ্তরের প্রস্তুতি সম্পর্কে অবহিত করেন।
বিজ্ঞাপন
দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা ভাইস-চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আবুল বাশার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিমসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।
এদিকে ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় তথ্য আদান-প্রদানসহ যাবতীয় কার্যক্রমের জন্য মনিটরিং সেল গঠন করেছে উপজেলা প্রশাসন।








