ঘূর্ণিঝড় মোখা: জরুরি সেবা নিশ্চিতে চট্টগ্রাম বন্দরে চারটি নিয়ন্ত্রণ কক্ষ


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ১১:১৭ পূর্বাহ্ন, ১৩ই মে ২০২৩


ঘূর্ণিঝড় মোখা: জরুরি সেবা নিশ্চিতে চট্টগ্রাম বন্দরে চারটি নিয়ন্ত্রণ কক্ষ
ছবি: সংগৃহীত

পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় 'মোখা' উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে।


শনিবার (১৩ মে) আবহাওয়া অধিদফতরের ১৩ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড়টি আজ ভোররাতে চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৮৬৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৭৯৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৮৩০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৯৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল।


এদিকে,  ঘূর্ণিঝড় ‘মোখা’র পরিস্থিতিতে জরুরি সেবা নিশ্চিত করার জন্য চট্টগ্রাম বন্দরে চারটি নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়েছে।


মেরিন বিভাগ: ০২৩৩৩৩২৬৯১৬, মোবাইল নং: ০১৭৫৯০৫৪৭৭। নিরাপত্তা বিভাগ: মোবাইল নং: ০১৫৫০-০০১৩১১, ০১৭৩০-৩৮৭৮২৯। মোবাইল নং: ০১৫১৯-১১৪৬৪৬। (ফায়ার স্টেশন) ট্রাফিক বিভাগ: মোবাইল নং-০১৮৪০৮১৬৫৫৬।

সচিব বিভাগ : মোবাইল নং: ০১৫৫৪৩২৫৪৪৭।


জেবি/এসবি