ঘূর্ণিঝড় মোখা: সারাদেশে নৌযান চলাচল বন্ধ


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১১:২৮ পূর্বাহ্ন, ১৩ই মে ২০২৩


ঘূর্ণিঝড় মোখা: সারাদেশে নৌযান চলাচল বন্ধ
ছবি: সংগৃহীত

ঘূর্ণিঝড় মোখার প্রভাব বাড়তে থাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত  সারাদেশে  অভ্যন্তরীন নৌপথে সকল প্রকার নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।


সংস্থাটির উপপরিচালক মোবারক হোসেন মজুমদার গণমাধ্যমকে জানান, ইতোমধ্যে অভ্যন্তরীণ নদীপথে বিভিন্ন জেলায় বিভিন্ন সংকেত রয়েছে। এর সাথে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।


ঢাকা নদী বন্দরের যুগ্ম পরিচালক মো. কবির হোসেন জানান, শুক্রবার রাত সাড়ে ১০টা থেকে সব ধরনের লঞ্চ ও নৌযান সদরঘাট থেকে চলাচল বন্ধ রয়েছে।


অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা ঘণ্টায় ১৬০ কিলোমিটার গতির বাতাসের শক্তি নিয়ে বাংলাদেশ উপকূলের সাড়ে ৮০০ কিলোমিটারের মধ্যে হাজির হওয়ায় জারি করা হয়েছে মহাবিপদ সংকেত।


জেবি/এসবি