ঘূর্ণিঝড় মোখা

চট্টগ্রাম, কক্সবাজারের রুটের সব ফ্লাইট বাতিল


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১১:৫৬ পূর্বাহ্ন, ১৩ই মে ২০২৩


চট্টগ্রাম, কক্সবাজারের রুটের সব ফ্লাইট বাতিল
ছবি: সংগৃহীত

ঘূর্ণিঝড় মোখার কারণে চট্টগ্রাম, কক্সবাজার রুটের সব ফ্লাইট বাতিল ঘোষণা করেছে বিমান চলাচল কর্তৃপক্ষ।


শনিবার (১৩ মে) বিষয়টি নিশ্চিত করেছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা সোহেল কামরুজ্জামান ।


তিনি জানান, আজ ১৩ মে ও আগামীকাল ১৪ মে চট্টগ্রাম ও কক্সবাজার বিমানবন্দরের সকল ফ্লাইট বাতিল করা হয়েছে। তবে, বাতিল ফ্লাইটগুলো কীভাবে সমন্বয় করা হবে সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি।


আগামীকাল রবিবার (১৪ মে) সকাল ১০ দিকে মোখা উপকূলে আঘাত হানতে পারে। সে সময় এর গতিবেগ থাকতে পারে ২০৪ কিলোমিটার পর্যন্ত।


জেবি/ আরএইচ/