ঘূর্ণিঝড় মোখা

সেবা দিতে প্রস্তুত চট্টগ্রামের ২৮৪ মেডিক্যাল টিম


Janobani

জনবাণী ডেস্ক

প্রকাশ: ১২:৪২ অপরাহ্ন, ১৩ই মে ২০২৩


সেবা দিতে প্রস্তুত চট্টগ্রামের ২৮৪ মেডিক্যাল টিম
ছবি: সংগৃহীত

ঘূর্ণিঝড় মোখা পরবর্তী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চট্টগ্রামে ২৮৪টি মেডিক্যাল টিম গঠন করেছে চট্টগ্রাম সিভিল সার্জনের অফিস। 


শনিবার (১৩ মে) এই তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. ইলিয়াছ চৌধুরী। 


তিনি জানান, চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের নিয়ন্ত্রণাধীন সকল চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। সবাইকে স্ব-স্ব কর্মস্থলে উপস্থিত থাকতে নির্দশ দেওয়া হয়েছে। 


সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড় মোখার আঘাতে সৃষ্ট দুর্যোগ মোকাবিলা ও স্বাস্থ্যসেবা সুনিশ্চিত করতে চট্টগ্রাম জেলায় মোট ২৮৪টি মেডিক্যাল টিম গঠন ও প্রস্তুত রাখা হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম জেলার ১৪টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অধিন ৫টি করে মোট ৭০টি মেডিক্যাল টিম প্রস্তুত রয়েছে।