কয়রায় নির্মিত হচ্ছে পর্যটন কেন্দ্র


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০১:০৫ অপরাহ্ন, ১৩ই মে ২০২৩


কয়রায় নির্মিত হচ্ছে পর্যটন কেন্দ্র
ছবি: সংগৃহীত

খুলনার কয়রা উপজেলায় সুন্দরবনের কোলঘেঁষা গোলখালী শিংয়ের চর এলাকায় আধুনিক মানের পর্যটন কেন্দ্র গড়ে তোলার কাজ চলছে। স্থানীয় সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বাবুর পরিকল্পনায় কয়রায় তৈরি হচ্ছে আধুনিক পর্যটন কেন্দ্র। যার ফলে পরিবর্তন হবে এই এলাকার মানুষের ভাগ্য এলাকায় কর্মসংস্থানের সুযোগ হবে। পর্যটন কেন্দ্র চালু হলে  সুন্দরবনের সৌন্দর্য্য উপভোগ ও কয়রা উপজেলার ইতিহাস-ঐতিহ্য জানতে পারবে পর্যটকরা। গোলখালীর শিংয়ের চরে তিন নদীর মোহনা এবং তিন দিকে গভীর সুন্দরবন থাকায় পর্যটকদের আকর্ষণ করবে।


কয়রা উপজেলা সদর থেকে ১৬ কিলোমিটার দক্ষিণে শাকবাড়িয়া নদী ও কপোতাক্ষ নদের কোলে অবস্থিত দক্ষিণ বেদকাশী ইউনিয়ন। নদী দু’টি তিন দিক দিয়ে ঘিরে রেখেছে ইউনিয়নটিকে। নদীর একপাশে লোকালয় অন্য পাশে প্রকৃতির অপরূপ সৌন্দর্য্যের লীলাভূমি সুন্দরবন। ৩০ হাজার জনসংখ্যার ইউনিয়নটিতে আছে একটি পুলিশ ক্যাম্প, একটি কাস্টমস চেকপোস্ট, একটি কোষ্টগার্ড ভবন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।


দক্ষিণ বেদকাশী ইউনিয়নের লোকালয়ের পারে গোলখালী গ্রামের সামনে বেড়িবাঁধের বাইরে মূল বন থেকে বিচ্ছিন্ন হয়ে পলি জমে গড়ে উঠেছে আর একটি বন, যা শিংয়ের চর বন নামে পরিচিত। গোলখালীর সুন্দরবনে সুন্দরী, গরান, কেওড়া, গেউয়া, পশুর, গোলসহ অসংখ্য প্রজাতির বৃক্ষের দেখা মেলে। 


পৃথিবী বিখ্যাত রয়েল বেঙ্গল টাইগারসহ নানা প্রজাতির পশু পাখি ও বিষধর সাপের বসবাস এখানে। নদীতে কুমির ও শুশুকসহ নানা প্রজাতির মাছ দেখা যায়।


কয়রা উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি মো.খায়রুল আলম বলেন, গোলখালীতে সুন্দরবনকে ঘিরে পর্যটন কেন্দ্র নির্মাণ হলে খুলনাঞ্চলের পর্যটন শিল্পের দোয়ার খুঁলে যাবে। গোলখালীতে পর্যটন কেন্দ্র চালু হওয়ার অপার সম্ভাবনা আছে। আমাদের দীর্ঘদিনের দাবি ছিল কয়রা এলাকায় সুন্দরবনকে ঘিরে পর্যটন কেন্দ্র চালু করার, অবশেষে আমাদের দাবি পূরণ হলো। 


স্থানীয় শিক্ষক হরপ্রসাদ মন্ডল হিমেল বলেন,পর্যটন কেন্দ্র চালু হলে এলাকার রাস্তাঘাট উন্নয়ন হবে, এলাকায় কর্মসংস্থানের সুযোগ হবে। গোলখালীতে পর্যটন কেন্দ্র করায় এলাকাবাসী আনন্দিত।


স্থানীয় সংসদ মো. আক্তারুজ্জামান বাবু বলেন, আমাদের এ দেশে হয়ত কোনো সোনা, রূপা কিংবা হীরার খনি নেই। কিন্তু রয়েছে অনেক প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহাসিক নিদর্শন তার, মধ্যে সুন্দরবন অন্যতম। এই সুন্দরবনকে সঠিক রক্ষণাবেক্ষণের মাধ্যমে পৃথিবীর বুকে একটি অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে। পৃথিবীর অনেক দেশ স্বমহিমায় উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে শুধুমাত্র পর্যটন শিল্পকে কেন্দ্র করে। কয়রা গোলখালীতে সুন্দরবনকে ঘিরে পর্যটন কেন্দ্র নির্মাণ হলে আমাদের দেশের পর্যটন শিল্পকে আরও শক্তিশালী করতে সহয়ক হিসাবে কাজ করবে কয়রা পর্যটন কেন্দ্র।যা দেশের প্রবৃদ্ধিতে অবদান রাখবে এবং অনেক কর্মসংস্থান সৃষ্টি করবে।