সরকারি কর্মচারী জাতীয় পরিষদের সভাপতি হেলাল, সম্পাদক আকতার


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৩:১১ অপরাহ্ন, ১৩ই মে ২০২৩


সরকারি কর্মচারী জাতীয় পরিষদের সভাপতি হেলাল, সম্পাদক আকতার
ছবি: জনবাণী

অবিলম্বে নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন এবং নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের পূর্ব পর্যন্ত ১০-২০ তম গ্রেডভুক্ত কর্মচারীদেরকে ৫০ শতাংশ মহার্ঘভাতার দাবি জোরালো করতে সরকারি কর্মকর্তা কর্মচারিদের ৮টি সংগঠনের সমন্বয়ে গঠিত হয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী জাতীয় পরিষদ। 


শনিবার (১৩ মে) সকালে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন সভাপতি মো. হেলাল উদ্দিন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. আকতার হোসেন।


সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ, বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন, বাংলাদেশ সরকারি গাড়িচালক সমিতি, বাংলাদেশ ১৭-২০ গ্রেড কর্মচারী সমিতি, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, বাংলাদেশ সরকারি প্রাথমিক সহকারি শিক্ষক সমাজ, গণপূর্ত শ্রমিক কর্মচারী ইউনিয়ন, বাংলাদেশ ডাক কর্মচারী সমন্বয় পরিষদ (বাডাস) এর সমন্বয়ে বাংলাদেশ সরকারি কর্মচারী জাতীয় পরিষদ গঠন করা হয়েছে। 


সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নবগঠিত পরিষদের সাধারণ সম্পাদক মো. আকতার হোসেন ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন পরিষদের সভাপতি মো. হেলাল উদ্দিন। 


সংবাদ সম্মেলনের শুরুতেই সভাপতি নবগঠিত পরিষদের ১০১ সদস্য বিশিষ্ট নেতৃবৃন্দকে পরিচয় করিয়ে দেওয়া হয়। 


সভায় জানানো হয়, ১৯৮৮ সনে গঠিত লিয়াজো কমিটির পর এটাই সচিবালয় ও সচিবালয়ের বাহিরের মূখ্য সংগঠনসমূহের বৃহৎ কর্মচারী মোর্চা।


সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে প্রধানমন্ত্রীর সাথে স্বাক্ষাতের সুযোগ দান, অবিলম্বে নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন এবং নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের পূর্ব পর্যন্ত ১০-২০ তম গ্রেডভুক্ত কর্মচারীদেরকে ৫০ শতাংশ মহার্ঘভাতা দাবি জানানো হয়।


সংবাদ সম্মেলনে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ এর মহাসচিব মো. রুহুল আমিন ও কার্যকরী সভাপতি মো. জমসেদ আলম, বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. হেদায়েত হোসেন ও কার্যকরি সভাপতি মো. আব্দুল হাই মোল্যা, বাংলাদেশ সরকারি গাড়িচালক সমিতির সভাপতি মো. আব্দুর রহিম হাওলাদার রানা ও সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম, বাংলাদেশ ১৭-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতির সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক মো. আবু সায়েম, গণপূর্ত শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. এনামুল হক, বাংলাদেশ ডাক কর্মচারী সমন্বয় পরিষদ (বাড়াকসপ) এর নির্বাহী সভাপতি মো. আনোয়ার হোসেন চৌধুরী ও মহাসচিব মুহাম্মদ খলিলুর রহমান ভূঞা, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আবুল কাশেম, বাংলাদেশ সরকারি প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ এর সভাপতি মো. শাহিনুর আল আমিনসহ নবগঠিত কমিটির নেতৃবৃন্দ এবং বিভিন্ন দপ্তরের বিপুল সংখ্যক প্রতিনিধি উপস্থিত ছিলেন।