ঘূর্ণিঝড় মোখা: মোংলা বন্দরে নোঙর করেছে ৪ যুদ্ধজাহাজ


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৩:৫৪ অপরাহ্ন, ১৩ই মে ২০২৩


ঘূর্ণিঝড় মোখা:  মোংলা বন্দরে নোঙর করেছে ৪ যুদ্ধজাহাজ
ছবি: সংগৃহীত

বাংলাদেশের উপকূলের দিকে ধেয়ে  ঘূর্ণিঝড় আসছে মোখা। এ কারণে মোংলা বন্দরে নৌবাহিনী ও কোস্টগার্ডের চারটি যুদ্ধজাহাজ নোঙর করেছে। 


শুক্রবার (১২ মে) রাতে মোংলা বন্দরের ৭ ও ৮ নম্বর জেটিতে জাহাজ ৪টি নোঙর করে রাখা হয়।


জাহাজ ৪টি হচ্ছে- নৌবাহিনীর ‘বিএনএস স্বাধীনতা’ ও ‘বিএনএস বঙ্গবন্ধু’ এবং কোস্টগার্ডের ‘তাজউদ্দিন’ ও ‘সৈয়দ নজরুল’ জাহাজ।


শনিবার (১৩ মে) মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার ক্যাপ্টেন মোহাম্মদ শাহিন মজিদ জানান, ঘূর্ণিঝড় মোখার কারণে সম্ভাব্য ঝুঁকি এড়াতে জাহাজগুলো নোঙর করা হয়েছে। দুর্যোগ কেটে গেলে পুনরায় এসব জাহাজ তাদের গন্তব্যে ফিরে যাবে।


এদিকে,  মোখা উপলক্ষ্যে সতর্ক অবস্থায় রয়েছে বাংলাদেশ কোস্টগার্ডের উপকূল রক্ষাবাহিনী। এছাড়া ঘূর্ণিঝড় মোখা চলাকালীন ও পরবর্তী সময়ে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে কোস্টগার্ড মোংলা জোন কর্তৃপক্ষ।


 ঘূর্ণিঝড় মোখা চলাকালীন ও পরবর্তী সময়ে উপকূলীয় অঞ্চলে জরুরি পরিস্থিতি মোকাবিলা করার লক্ষ্যে সার্বক্ষণিক সমন্বয় সাধনের জন্য বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোন কর্তৃক বিশেষ কন্ট্রোল রুম-০১৭৬৯৪৪৪৯৯৯ পরিচালনা করা হচ্ছে। 


জেবি/এসবি