সিডরের মতো শক্তিশালী ঘূর্ণিঝড় মোখা: আবহাওয়া অধিদপ্তর
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৪:২১ পিএম, ১৩ই মে ২০২৩

আবহাওয়া অধিদপ্তরের যুগ্ম পরিচালক মো. আসাদুর রহমান সাংবাদিকদেরকে বলেছেন, সিডরের মতোই শক্তিশালী ঘূর্ণিঝড় মোখা। উপকূলে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত মোখা গতি সঞ্চার করতে থাকবে।
শনিবার (১৩ মে) আবহাওয়া অধিদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
তিনি বলেছেন, সেন্টমার্টিন, টেকনাফ, উখিয়া অঞ্চলে মোখার প্রভাব সবচেয়ে বেশি পড়বে। এটি যখন তীরে আছড়ে পড়বে তখন বাতাসের গতিবেগ থাকবে ১৬০ কিলোমিটারের বেশি।
তিনি জানান, একটানা আট ঘণ্টার বেশি প্রবল বৃষ্টি হলে পাহাড় ধসের আশঙ্কা থাকে। প্রবল বৃষ্টি হতে পারে বরিশাল ও চট্টগ্রাম বিভাগে। সিলেটেও প্রভাব থাকবে, তবে ঢাকায় কম হবে।
এদিকে অতি প্রবল ঘূর্ণিঝড় মোখার কারণে কক্সবাজার সমুদ্রবন্দরে ১০ নম্বর মহাবিপৎসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আগামীকাল রবিবার (১৩ মে) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়টি।