কুয়াকাটায় এখন পর্যন্ত ঘূর্ণিঝড় মোখার কোন প্রভাব পড়েনি


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৪:৩৬ অপরাহ্ন, ১৩ই মে ২০২৩


কুয়াকাটায় এখন পর্যন্ত ঘূর্ণিঝড় মোখার কোন প্রভাব পড়েনি
কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর অনেকটা শান্ত

কুয়াকাটায় এখন পর্যন্ত ঘূর্ণিঝড় মোখার তেমন কোন প্রভাব পড়েনি। সকাল থেকে গুমট আবহাওয়া বিরাজ করছে,কখনো মেঘ কখনো রৌদ্রজ্জল।


প্রচন্ড গরমে হাঁসফাঁস করছে মানুষ। প্রয়োজনের বাইরে ঘর থেকে বের হচ্ছে না। কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর অনেকটা শান্ত রয়েছে। তবে পর্যটকদের সাগরে নামা থেকে বিরত রাখা হচ্ছে।


এদিকে মৎস্য বন্দর, সমুদ্র সৈকত ও দুর্গম এলাকায় সচেতনতামূলক মাইকিং করছে টুরিস্ট পুললিশ ও থানা পুলিশ  কোস্টগার্ড, ফায়ার সার্ভিস, সিপিপি ও রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা। 


পানি উন্নয়ন বোর্ড পটুয়াখালী সার্কেলের নির্বাহী প্রকৌশলী মোঃ আরিফুর রহমান জানিয়েছেন বিভিন্ন নদ-নদীর পানি স্বাভাবিকের চেয়ে কিছুটা বৃদ্ধি পেয়েছে তবে তা বিপদসীমার প্রায় ১ মিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে।


আরএক্স/