পদ্মা সেতুর টোল আদায় ৭০০ কোটি ছাড়ালো


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৫:৩৯ অপরাহ্ন, ১৩ই মে ২০২৩


পদ্মা সেতুর টোল আদায় ৭০০ কোটি ছাড়ালো
ছবি: সংগৃহীত

এখন পর্যন্ত পদ্মা সেতুতে ৭০০ কোটি টাকার টোল আদায় করা হয়েছে। মোট ১০ মাস ১৭ দিনে সেতুতে এ টোল আদায় হয়েছে। এ পর্যন্ত সেতু দিয়ে পারাপার হয়েছে ৪৯ লাখ ৪০ হাজার ৫০৭টি যানবাহন।


পদ্মা সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, গত বছরের ২৬ জুন থেকে সেতুতে অফিসিয়ালভাবে যান চলাচল শুরু হয়। এতে ১২ মে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতু থেকে টোল আদায় হয়েছে ৭০২ কোটি ৪১ লাখ ৭৮ হাজার ৫০০ টাকা। 


সেতু কর্তৃপক্ষের অতিরিক্ত পরিচালক আমিরুল হায়দার চৌধুরী গণমাধ্যমকে জানান, এখন পর্যন্ত মাওয়া প্রান্তের টোল প্লাজা হয়ে ২৪ লাখ ১৫ হাজার ৫৩৭টি ও জাজিরা প্রান্ত থেকে ২৪ লাখ ৪৪ হাজার ৯৭০টি যানবাহন সেতু পাড়ি দিয়েছে। মাওয়া প্রান্তে টোল আদায় হয়েছে ৩৪৭ কোটি ৫৩ লাখ ৮ হাজার ৫০টাকা ও জাজিরা প্রান্তে আদায় হয়েছে ৩৫৪ কোটি ৮৮ লাখ ৭০ হাজার ৪৫০ টাকা। 


এছাড়া এ পর্যন্ত সেতুতে একদিনের সর্বোচ্চ টোল আদায় হয়েছে ৪ কোটি ১৯ লাখ ৩৯ হাজার ৬৫০ টাকা পর্যন্ত।