কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে পেরেছি : মেয়র আতিক
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ১৩ই মে ২০২৩
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম দায়িত্ব গ্রহণের তিন বছর পূর্তি উপলক্ষে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন।
এ সময় মেয়র বলেছেন, সুস্থ, সচল ও আধুনিক ঢাকা গড়তে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলাম, তা বাস্তবায়নে আমি বদ্ধপরিকর। ধাপে ধাপে নগরে অবকাঠামো উন্নয়নে কাজ করছি। কাজের মাধ্যমে মানুষের আস্থা-ভালোবাসা অর্জন করতে পেরেছি।
শনিবার (১৩ মে) রাজধানীর গুলশান ২-এ ঢাকা উত্তর সিটি করপোরেশনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মেয়র আতিক বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন খাল থেকে গত এক বছরে ২ লাখ টন বর্জ্য আমরা অপসারণ করেছি, পানি প্রবাহ ঠিক করতে। কল্যাণপুর রিটেনশন পন্ড থেকে আমরা ৩০ লাখ ঘনফুট মাটি আমরা সরিয়ে এর কার্যকারিতা ফিরিয়ে আনতে চেষ্টা করেছি।
তিনি বলেন, কাউন্সিলরদের সঙ্গে নিয়ে আমরা উন্মুক্ত স্থান ও পার্কগুলো ব্যবহার উপযোগী এবং দখলমুক্ত করতে কাজ করে যাচ্ছি। অনেকগুলো ইতোমধ্যে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এগুলো করতে অনেক চ্যালেঞ্জ ছিল, আমরা সেগুলো রিকভার করেছি।