সৈকতে নামায় ৩ পর্যটক আটক, সতর্ক করল প্রশাসন


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৮:১৬ অপরাহ্ন, ১৩ই মে ২০২৩


সৈকতে নামায় ৩ পর্যটক আটক, সতর্ক করল প্রশাসন
ছবি: সংগৃহীত

কক্সবাজারে নিষেধাজ্ঞা অমান্য করে সৈকতে নামায় তিন পর্যটককে আটক করেছে জেলা প্রশাসন।


শনিবার (১৩ মে) কক্সবাজার সৈকতের সুগন্ধা পয়েন্টে এ ঘটনা ঘটে।


আবারও যদি এই ধরনের কাজ করা হলে আইনের আওতায় আনা হবে বলে হুঁশিয়ার করেন কক্সবাজার পর্যটন সেলের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ।


নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ জানান, ঘূর্ণিঝড় মোখার প্রভাবে বর্তমানে কক্সবাজার উপকূলীয় এলাকায় ১০ নং মহাবিপদ সংকেত আছে।  আমরা সকাল থেকে সাগরে নামতে নিষেধাজ্ঞা দিয়েছি। তিন পর্যটককে আটক করা হয়। পরে অবশ্য সতর্ক করে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।


কক্সবাজারের জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান জানান, মোখার কারণে কক্সবাজার জেলা প্রশাসন থেকে সব উপজেলায় কন্ট্রোল রুম খোলা হয়েছে। দ্বীপ অঞ্চলের মানুষের নিরাপত্তায় সজাগ আছি। আতঙ্কের কোনো কারণ নেই।


তিনি আরও জানান, ইতোমধ্যে ৫৭৬টি আশ্রয়কেন্দ্রে ৪০ হাজার মানুষ এসেছেন। কক্সবাজারের উপকূল এলাকার বাসিন্দাদের জন্য হোটেল-মোটেলগুলোকে আশ্রয়কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে 


জেবি/এসবি