গ্যাস সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হবে কবে, জানালেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৩:১৩ অপরাহ্ন, ১৪ই মে ২০২৩
গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে ১০/১২দিন সময় লাগবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
রবিবার (১৪ মে) সাংবাদিকদের একথা জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, দু'দিনের মধ্যে গ্যাস সরবরাহের উন্নতি হবে। তবে পুরোপুরি স্বাভাবিক হতে সময় লাগবে ১০/১২দিন।
তিনি আরও বলেন, আশা করছি লোডশেডিং পরিস্থিতিরও উন্নতি হবে। গভীর সমুদ্রে থাকা দুটি এলএনজি টার্মিনালের একটি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যটি দুদিনের মধ্যেই চালু হবে। একারণেই গ্যাস সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হতে সময় লাগবে।
জেবি/এসবি