সংসদের বাজেট অধিবেশন শুরু ৩১ মে


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৭:৪৩ অপরাহ্ন, ১৪ই মে ২০২৩


সংসদের বাজেট অধিবেশন শুরু ৩১ মে
ফাইল ছবি

জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হবে আগামী ৩১ মে। ওইদিন বিকাল ৫টায় সংসদের বৈঠক শুরু হবে। 


রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রবিবার (১৪ মে) এ অধিবেশন আহ্বান করেছেন।


স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আগামী ১ জুন সংসদে ২০২৩-২৪ অর্থ বছরের বাজেট উপস্থাপন করবেন বলে জানায় সংসদ সচিবালয় সূত্র।


সংসদের গণসংযোগ বিভাগ জানিয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ২০২৩ খ্রিস্টাব্দের ৩১ মে রোজ বুধবার বিকাল ৫ ঘটিকায় ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে একাদশ জাতীয় সংসদের ২৩তম ও ২০২৩ খ্রিস্টাব্দের বাজেট অধিবেশন আহ্বান করেছেন।


জেবি/এসবি