ফুলপুরে মানসিক ভারসাম্যহীন নারী জমজ সন্তান জন্ম দিলেন


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৮:৩০ অপরাহ্ন, ১৪ই মে ২০২৩


ফুলপুরে মানসিক ভারসাম্যহীন নারী জমজ সন্তান জন্ম দিলেন
কন্যা সন্তানের জন্ম দিয়েছেন মানসিক ভারসাম্যহীন নারী

ময়মনসিংহের ফুলপুরে জমজ কন্যা সন্তানের জন্ম দিয়েছেন মানসিক ভারসাম্যহীন এক নারী (২০)।


রবিবার (১৪ মে) সকাল সাড়ে ৮ টার দিকে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে সাধারণ ডেলিভারিতে দুই কন্যা সন্তানের প্রসব করেন ওই নারী।


ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা. মোহাম্মদ হুমায়ুন কবীর বাবুল এ তথ্য নিশ্চিত করেছেন।


তিনি জানান, আনুমানিক মাস খানেক আগে রাস্তায় মানসিক ভারসাম্যহীন এক নারী অসুস্থ অবস্থায় পরে থাকতে দেখে স্থানীয় এক স্বেচ্ছাসেবকসহ কয়েকজন মিলে হাসপাতালে নিয়ে আসেন। পরে আল্ট্রাসনোগ্রাফি করে জানা যায় ওই নারী অন্তঃসত্ত্বা। এরপর থেকে ওই নারীকে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা দেখাশোনা করছিল। আজ ভোররাতে ওই নারী প্রসব ব্যথায় কাতরাতে থাকলে স্থানীয় এক  হাসপাতালে নিয়ে আসা হয়। সকাল সাড়ে ৮ টার দিকে ওই নারী জমজ কন্যা সন্তানের জন্ম দেয়। বাচ্চা দুটির ওজন কম হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দুই নবজাতক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের এনআইসিইউতে ভর্তি আছেন। 


স্বেচ্ছাসেবী সংগঠন তাক্ওয়া অসহায় সেবা সংস্থার সভাপতি মো. তপু রায়হান রাব্বি বলেন, ওই নারী গত এক বছর যাবত ফুলপুর পৌর শহরের বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করতেন।। সম্প্রতি ওই নারী অন্তঃসত্ত্বা জানার পর আমাদের তত্ত্বাবধানে ছিল। খোঁজখবর নিয়ে জানতে পারছি, ওই নারীর বাড়ি পার্শবর্তী হালুয়াঘাট উপজেলায়। তবে, বাবা মায়ের সাথে যোগাযোগ করলেও ওই নারী তাদের সন্তান নয় বলে জানান। ওই মানসিক ভারসাম্যহীন নারীর বয়স ২০ থেকে ২২ বছর হবে, তাকে সবাই শিউলী বা সুফিয়া নামে ডাকত।


ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হক বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ওই মানসিক ভারসাম্যহীন নারীর জমজ সন্তান প্রসব করার বিষয়টি জানানো হয়েছে। তারা বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ওই দুই নবজাতকের সহায়তার জন্য সকল প্রকার ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।


আরএক্স/