রাতেই মহাবিপদ সংকেত নামিয়ে ফেলা হবে: আবহাওয়া অধিদফতর
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৮:৩৬ পিএম, ১৪ই মে ২০২৩

ঘূর্ণিঝড় মোখা বাংলাদেশ উপকূল অতিক্রম করার পরই রাতেই মহাবিপদ সংকেত নামিয়ে ফেলা হবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদ অধিদফতর।
রবিবার (১৪ মে) সন্ধ্যায় এ তথ্য জানান আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক ।
আবহাওয়াবিদ নাজমুল হক জানান, অতি প্রবল ঘূর্ণিঝড় মোখার অগ্রভাগ রবিবার আজ সকাল ৬টায় বাংলাদেশের কক্সবাজার এবং মিয়ানমার উপকূল অতিক্রম শুরু করে। পরে বিকেল ৩টায় ঘূর্ণিঝড়ের মূলকেন্দ্র স্থলভাগে ওঠে। ক্রমান্বয়ে ঘূর্ণিঝড়ের পেছনের অংশ উপকূলে ওঠা প্রায় সম্পন্ন করেছে।’
তিনি আরও জানান, ‘এটি আরও কিছুক্ষণ পরে সম্পূর্ণভাবে বাংলাদেশের স্থলভাগ অতিক্রম করবে। স্থলভাগে এটি বৃষ্টি ঝরিয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যাবে।’
আবহাওয়াবিদ নাজমুল হক বলেন, রাতেই মহাবিপদ সংকেত নামানো হবে। পরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেওয়া হবে। কাল পরিস্থিতি স্বাভাবিক হলে, তখন সিগন্যাল তুলে নেওয়া হতে পারে। মূলত পরিস্থিতি ফেভার করলে সিগন্যাল কমানো হবে। তা না হলে থাকবে।’
জেবি/এসবি