সমুদ্রবন্দরে কোনো সতর্কতা সংকেত নেই


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১২:০৩ অপরাহ্ন, ১৫ই মে ২০২৩


সমুদ্রবন্দরে কোনো সতর্কতা সংকেত নেই
ছবি: সংগৃহীত

দেশের সকল সমুদ্রবন্দর এলাকায় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।


সোমবার (১৫ মে) সকালে আবহাওয়া অধিদফতর গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।


আবহাওয়া অধিদফতরের পক্ষ থেকে বলা হয়েছে, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।


তবে সন্ধ্যা পর্যন্ত সব ধরনের মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।


এর আগে রবিবার সন্ধ্যা ৬টায় কক্সবাজার উপকূল দিয়ে অতি প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’ অতিক্রম করে যায়।

জেবি/ আরএইচ/