কক্সবাজারে জন্ম নেওয়া নবজাতকের নাম রাখা হলো ‘মোখা’


Janobani

জনবাণী ডেস্ক

প্রকাশ: ১২:১৬ অপরাহ্ন, ১৫ই মে ২০২৩


কক্সবাজারে জন্ম নেওয়া নবজাতকের নাম রাখা হলো ‘মোখা’
ছবি: সংগৃহীত

বৈরী আবহাওয়ায় কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের এক আশ্রয়কেন্দ্রে অন্তঃসত্ত্বা গৃহবধূ জয়নব বেগম সন্তান প্রসব করেছেন। শনিবার রাত দেড়টার দিকে তার প্রসববেদনা শুরু হয়। তখন কোনো পরিবহন না থাকায় তাকে হাসপাতালে নিয়ে যান পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওমর হায়দার।


রবিবার (১৪ মে) ভোরে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি। সেই নবজাতকের নাম রাখা হয়েছে ‘মোখা’।


নবজাতকের জন্মের পর জয়নব বেগম তার প্রতিক্রিয়ায় বলেন, ওসি স্যারকে ধন্যবাদ। স্যার না থাকলে আমার কী অবস্থা হতো, জানি না।


জয়নবের স্বামী মোহাম্মদ আরকান এ বিষয়ে বলেন, ঘূর্ণিঝড় মোখার নামানুসারে আমার ছেলের ডাকনাম ‘মোখা’ রাখা হয়েছে।


তিনি আরও বলেন, ছেলের জন্মের খবর পেয়ে পাঁচ হাজার টাকা অর্থসহায়তা দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য জাফর আলম ও স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নজরুল ইসলাম সিকদার। ওসি আশ্রয়কেন্দ্রে থাকা সবাইকে মিষ্টি খাইয়েছেন।

জেবি/ আরএইচ