‘মোখা’ এখন গভীর নিম্নচাপ: আবহাওয়া অধিদপ্তর
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১২:৫৬ অপরাহ্ন, ১৫ই মে ২০২৩
আবহাওয়াবিদ মো. আব্দুর রহমান খান গণমাধ্যমকে জানিয়েছেন, অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখা উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে বাংলাদেশের উপকূল অতিক্রম করেছে মিয়ানমারে প্রবেশ করেছে। ঘূর্ণিঝড়টি বর্তমানে দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে।
রবিবার (১৪ মে) আগারগাঁওয়ে আবহাওয়া অধিদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে আবহাওয়াবিদ এ কথা বলেন।
তিনি বলেন, এটা আমাদের দেশ থেকে পুরোপুরি চলে গেছে। আমাদের ভূখণ্ডে এটার আর কোনো অস্তিত্ব নেই।
এদিকে আবহাওয়া অধিদপ্তরের আরেক উপপরিচালক আসাদুর রহমান বলেন, ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজধানীতে বৃষ্টি হয়নি।
জেবি/ আরএইচ/