জনগণের টাকায় আমাদের বেতন-ভাতা হয়: শেখ হাসিনা


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৩২ অপরাহ্ন, ১৫ই মে ২০২৩


জনগণের টাকায় আমাদের বেতন-ভাতা হয়: শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আইন ও প্রশাসন কোর্সের নবীন কর্মকর্তাদের উদ্দেশ্যে বলছি দেশের জনগণের সেবা করাটাই বড় কাজ।


সোমবার (১৫ মে) বিসিএস প্রশাসন একাডেমিতে ১২৭, ১২৮ এবং ১২৯তম আইন ও প্রশাসন কোর্সের সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।


এ সময় প্রধানমন্ত্রী বলেন, আমাদের বেতন-ভাতা যা কিছু সব জনগণের কাছ থেকে আসে। তাদের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করা সকলের কর্তব্য।


তিনি বলেন, যারা প্রশিক্ষণ নিয়েছেন, শপথ নিয়েছেন তাদেরকে এটুকু বলব, দেশের জনগণের সেবা করা এটাই সবচেয়ে বড় কাজ। আজকে বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে তার গতির যেন অব্যাহত থাকে।

জেবি/ আরএইচ/