চাঁদপুর থেকে লঞ্চ চলাচল শুরু
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৩:৩৭ অপরাহ্ন, ১৫ই মে ২০২৩
ঘূর্ণিঝড় মোখার প্রভাব কেটে যাওয়ায় ৬০ ঘণ্টা পর চাঁদপুর-ঢাকা ও চাঁদপুর-নারায়নগঞ্জসহ অন্যান্য রুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে। সোমবার (১৫ মে) সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) চাঁদপুর বন্দর ও পরিবহন কর্মকর্তা শাহাদাত হোসেন এ তথ্য জানান।
তিনি বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে লঞ্চ চলাচলের সিদ্ধান্ত হওয়ার পর চাঁদপুর ঘাটে মাইকিং করে ঘোষণা হচ্ছে। বিষয়টি লঞ্চ মালিক পক্ষকেও জানানো হয়েছে।
সকালে ঘাটে গিয়ে দেখা গেছে, লঞ্চ চলাচলের ঘোষণা করা হলেও ঘাটে যাত্রী সংখ্যা কম। লঞ্চগুলো শিডিউল ঠিক নেই। ঘাটে তিনটি লঞ্চ অবস্থান করছে। পর্যায়ক্রমে শিডিউলের লঞ্চগুলো ঘাটে আসছে।
ঘাটে দায়িত্বরত ট্রাফিক পরিদর্শক আবদুর রহমান জানান, যাত্রী আসলে চলাচলে কোনো সমস্যা হবে না। কারণ একাধিক লঞ্চ ঘাটে অবস্থান করছে।
জেবি/এসবি