Logo

অ্যাড ব্লকার ব্যবহারকারীরা দেখতে পারবেন না ইউটিউব ভিডিও

profile picture
জনবাণী ডেস্ক
১৬ মে, ২০২৩, ০৪:৪৪
31Shares
অ্যাড ব্লকার ব্যবহারকারীরা দেখতে পারবেন  না ইউটিউব ভিডিও
ছবি: সংগৃহীত

আপনি সম্ভবত অ্যাড ব্লকার ব্যবহার করছেন। ইউটিউবে বিজ্ঞাপন দেখানোর কারণেই বিশ্বের কোটি কোটি গ্রাহক বিনা মূল্যে ইউটিউব ব্যবহারের সুযোগ পাচ্ছেন।

বিজ্ঞাপন

বিশ্বের টেক জায়ান্ট গুগলের অঙ্গ প্রতিষ্ঠান ইউটিউব এবার কড়াকড়ি হচ্ছে। অ্যাড ব্লকার ব্যবহারকারীরা ইউটিউব ভিডিও দেখার সুযোগ আর পাওয়া যাবে না।  এনিয়ে ব্যবহারকারীদের সতর্ক বার্তা দিচ্ছে ইউটিউব।

সতর্ক বার্তায়, ''আপনি সম্ভবত অ্যাড ব্লকার ব্যবহার করছেন। ইউটিউবে বিজ্ঞাপন দেখানোর কারণেই বিশ্বের কোটি কোটি গ্রাহক বিনা মূল্যে ইউটিউব ব্যবহারের সুযোগ পাচ্ছেন। আর তাই অ্যাড ব্লকার গ্রহণযোগ্য নয়। অ্যাড ব্লকার নিষ্ক্রিয় করতে পারেন অথবা ইউটিউব প্রিমিয়াম সেবা নিবন্ধন করে বিজ্ঞাপন ছাড়া ভিডিও দেখতে পারেন। ইউটিউব প্রিমিয়ামে নিবন্ধনকারীদের কাছ থেকে পাওয়া অর্থের একটি অংশ নির্মাতারাও পাবেন।''

বিজ্ঞাপন

বর্তমানে অ্যাড ব্লকার ব্যবহারকারীদের সতর্কবার্তা দেওয়া ছাড়াও নির্দিষ্ট অ্যাকাউন্টের জন্য ভিডিও ব্লক করার পদ্ধতি নিয়ে পরীক্ষা চালাচ্ছে ইউটিউব। নতুন এ পদ্ধতিতে অ্যাড ব্লকার ব্যবহারকারীরা ইউটিউবে প্রবেশ করেও কোনো ভিডিও দেখা যাবে না। এর ফলে বাধ্য হয়ে ব ব্যবহারকারীদের অ্যাড ব্লকার নিষ্ক্রিয় বা ইউটিউব প্রিমিয়াম সুবিধা গ্রহণ করতে হবে। 

বিজ্ঞাপন

এ বিষয়ে ইউটিউবের মুখপাত্র জানান, অ্যাড ব্লকার শনাক্তকরণ  কিন্তু নতুন নয়। অনেক ওয়েবসাইটে অ্যাড ব্লকার ব্যবহার করে ভিজিট করা যায় না। বিজ্ঞাপন ছাড়া ভিডিও দেখার জন্য অবশ্যই ইউটিউব প্রিমিয়াম সুবিধা নিতে হবে। এ বিষয়ে  এরই মধ্যে বিশ্বজুড়ে পরীক্ষা চালানো হচ্ছে। সূত্র: গ্যাজেটস নাউ

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD