মোখায় কক্সবাজারে ফসলের ক্ষতি সাড়ে ১১ কোটি টাকা


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৭:৩৮ অপরাহ্ন, ১৫ই মে ২০২৩


মোখায় কক্সবাজারে ফসলের ক্ষতি সাড়ে ১১ কোটি টাকা
ফাইল ফবি

ঘূর্ণিঝড় মোখায় কক্সবাজারের ৩ হাজার ৫২০ জন কৃষকের ১১ কোটি ৪৪ লাখ ৬১ হাজার টাকার ক্ষতি হয়েছে। জেলা ২ টি উপজেলা টেকনাফ ও মহেশখালীতে এই ক্ষয় ক্ষতি হয়েছে। শুধু মাত্র গ্রীষ্মকালিন সবজী ও পান চাষীদের ঘূর্ণিঝড়ে এমন ক্ষতির হয়েছে।


কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কক্সবাজারের উপ-পরিচালক মো. কবির হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, মোখার আঘাতে নিমজ্জিত হয়ে টেকনাফের মোট ৩৪০ হেক্টর জমির সবজী ও পান বরোজের ক্ষতি হয়েছে। এর মধ্যে সবজী ১৬০ হেক্টর ও পান বরোজ ১৮০ হেক্টর। 


মহেশখালী উপজেলার মোট ৬ হেক্টরের মধ্যে সবজী ২.৫ হেক্টর ও পান বরোজ ৩.৫ হেক্টর। যার মধ্যে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত টেকনাফে ৫০ হেক্টর ও মহেশখালীর ৬ হেক্টার। ক্ষতির বিবরনী ইতিমধ্যে সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে।


টেকনাফের সাবরাং এলাকার পান চাষী গফুর উদ্দিন জানিয়েছেন, তার পান বরোজ পুরোটাই ভেঙ্গে গেছে। যে বরোজে তার ক্ষতির পরিমাণ ২০ লাখ টাকার বেশি।


গ্রীষ্মকালিন সবজী ক্ষেত করে ফলন ভালো হয়েছিল টেকনাফের বাহারছড়া এলাকার আবদুল সালামের। তিনি জানান, পুরো সবজী ক্ষেত ক্ষত-বিক্ষত হয়ে গেছে।


আরএক্স/