আবারও বাড়ছে ডেঙ্গু হাসপাতালে ১৮ রোগী
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৭:৫০ অপরাহ্ন, ১৫ই মে ২০২৩
দেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা আবারও বাড়ছে। দেশে গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে ডেঙ্গু আক্রান্ত হয়ে কোনো রোগীর মৃত্যুর খবর পাওয়া যায়নি।
সোমবার (১৫ মে) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হাসপাতালে ভর্তি হওয়া ১৮ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ১৬ ও ঢাকার বাইরের ২ জন।
এ বছর ১ জানুয়ারি থেকে ১৫ এপ্রিল পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এক হাজার ২৬১ জন।
এদিকে ১ জানুয়ারির থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ১২ জন।