Logo

আফতাবনগরে পশুর হাট না বসাতে রিট

profile picture
জনবাণী ডেস্ক
১৬ মে, ২০২৩, ০৬:০৭
41Shares
আফতাবনগরে পশুর হাট না বসাতে রিট
ছবি: সংগৃহীত

আবাসিক এলাকায় কোরবানি ঈদে গরু-ছাগলের হাট না বসাতে স্থানীয় বাসিন্দাদের পক্ষে শেখ মাহমুদ উজ্জ্বল আবেদন করেন

বিজ্ঞাপন

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আফতাবনগরে পশুর হাট না বসানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে বলে জানা গেছে।

সোমবার (১৫ মে) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জনস্বার্থে রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ।

বিজ্ঞাপন

রিটে স্থানীয় সরকার মন্ত্রণালয় ও ঢাকা উত্তর সিটি করপোরেশন, ঢাকা উত্তর সিটির প্রধান ভূমি কর্মকর্তা, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, ইস্টার্ণ হাউজিং ও ঢাকা জেলা প্রশাসককে বিবাদী করা হয়েছে।

বিজ্ঞাপন

দরপত্রে ঈদুল আজহার দিনসহ পাঁচ দিন গরুর হাটের কথা উল্লেখ করা হয়। 

এরপর উত্তর সিটি করপোরেশনের মেয়র বরাবর আফতাব নগরের আবাসিক এলাকায় কোরবানি ঈদে গরু-ছাগলের হাট না বসাতে স্থানীয় বাসিন্দাদের পক্ষে শেখ মাহমুদ উজ্জ্বল আবেদন করেন।

বিজ্ঞাপন

সেই আবেদনে বলা হয়, জহিরুল ইসলাম সিটিতে (আফতাব নগর) বসবাসরত লোকজন ঈদুল আজহার আগে ও পরে প্রায় এক মাস অস্থায়ী হাট বসানোর কারণে ব্যাপকভাবে মানবেতর জীবনযাপন করেন। যেহেতু ওই এলাকায় চলাচলের প্রধান এই সড়কের ওপর অস্থায়ী গরু-ছাগলের হাট বসে বলে (আফতাব নগর) সেখানে বসবাসরত নাগরিকদের যাতায়াতে ব্যাপক দুর্ভোগ পোহাতে হয়।

বিজ্ঞাপন

এর আগে, গত ১১ মে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় সরকার সচিব, উত্তর সিটি কর্পোরেশন মেয়র, রাজউকের চেয়ারম্যানসহ ছয় জনকে আইনি নোটিশ পাঠানো হয়।

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD