হাসপাতালে বাড়ছে ডেঙ্গুরোগী, ভর্তি ৩১
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৬:১৬ অপরাহ্ন, ১৬ই মে ২০২৩
দেশে গত ২৪ ঘণ্টায় ৩১ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার (১৬ মে) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি ডেঙ্গুরোগীর সংখ্যা দাঁড়ালো ১০০ জনে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, হাসপাতালে ভর্তি হওয়া ৩১ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ২৬ ও ঢাকার বাইরের পাঁচজন রয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৬ এপ্রিল পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এক হাজার ২৯২ জন।