কূটনীতিকদের নিরাপত্তায় আমরা আপস করব না: পররাষ্ট্রসচিব
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৭:৪৯ অপরাহ্ন, ১৬ই মে ২০২৩
পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন বলেছেন, বিদেশি মিশন ও কূটনীতিকদের মৌলিক নিরাপত্তায় বাংলাদেশ কোনো আপস করবে না।
মঙ্গলবার (১৬ মে) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদেরকে এ কথা বলেন তিনি।
পররাষ্ট্রসচিব বলেন, বিভিন্ন বিদেশি দূতাবাস বা রাষ্ট্রদূত যারা আছেন, তাদের মৌলিক যে নিরাপত্তায় কখনোই আমরা কমপ্রোমাইজ করব না। এটুকু আমরা নিশ্চয়তা দিচ্ছি।
পররাষ্ট্রসচিব বলেন, হলি আর্টিজানের ঘটনার পর জঙ্গিবাদের উত্থানের বিবেচনায় বিষয়টা (বাড়তি প্রটোকল) দেওয়া হয়েছিল। পরবর্তীতে দেখা গেছে এটা মূলত ট্রাফিক ক্লিয়ারেন্সের কাজটাই করত।