আমরা চাই আপনারা সবাই নির্বাচনে আসুন: সিইসি
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৮:০৬ অপরাহ্ন, ১৬ই মে ২০২৩
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আমলাতান্ত্রিক সরকার নিয়ন্ত্রণ করব। তবে জাতীয় সংসদ নির্বাচনে নিরপেক্ষ মাঠের বিষয়ে সাংবাদিকদের কিছু বলব না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
মঙ্গলবার (১৬ মে) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘আমাদের তরফ থেকে সব দলকে আহ্বান করা হবে। আমরা চাই, আপনারা সবাই নির্বাচনে আসুন এবং নির্বাচনটাকে অংশগ্রহণমূলক ও উৎসবমুখর করে তুলুন।
সিইসি বলেন, আমাদের যে দায়িত্ব, সেটা কোনো দলের দিকে তাকানো নয়। আমাদের দায়িত্ব হচ্ছে ভোটাররা যেন নির্ভয়ে উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। মূলত সেই চেষ্টাটাই আমরা করব।
তিনি বলেন, ‘নির্বাচনে আমাদের সবাইকে সহায়তা করতে হবে। সরকারের সদিচ্ছার কথা বলেছি। বঙ্গবীর আমাদের বলেছেন যে, আমরা কিছুটা দুর্বল কি-না? আমরা বলেছি, সরকারের সদিচ্ছা অতিশয় গুরুত্বপূর্ণ। কারণ রাজনৈতিক সরকারের নিয়ন্ত্রণেই থাকবে কিন্তু অনেকটা, দীর্ঘদিনের যে আমলাতান্ত্রিক সরকার অর্থাৎ ডিসি, এসপি ও বিডিআর।
কাজী হাবিবুল আউয়াল বলেন, জাতীয় নির্বাচনে মিডিয়ার একটা রোল থাকবে, যে অনিয়ম তা যদি দৃশ্যমানভাবে ফুটিয়ে তোলা যায়, তাহলে সেটা নির্বাচন কমিশনের যথাযথ ভূমিকা নিতে সহায়ক হবে। নিরপেক্ষ মাঠে কি করব, সেটা আমরা নিজেরাই চিন্তা করব।