শ্যামপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসাছাত্রের মৃত্যু
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১১:৪২ পূর্বাহ্ন, ১৭ই মে ২০২৩
রাজধানী শ্যামপুরের জুরাইন বালুর মাঠ এলাকায় জামিয়া এছাকিয়া মাদ্রাসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লিসান (১৭) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে।
বুধবার (১৭ মে ) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। ঢামেক হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সকাল ৯টার দিকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। তার মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানিয়েছি।