সবাই সচেতন হলে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব: আতিক
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০২:২৬ অপরাহ্ন, ১৭ই মে ২০২৩
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেছেন, ডেঙ্গুর প্রকোপ রোধে মশক নিধনে, মানুষের মধ্যে সচেতনা বাড়াতে, সচেতনতা কার্যক্রম শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ডিএনসিসির কাউন্সিলর ও কর্মকর্তাদের সঙ্গে এবার মাঠ জনগণকে সচেতন করতে মাঠে নেমেছে বিএনসিসি ও স্কাউট দল।
বুধবার (১৭ মে) দুপুরে ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলামের নেতৃত্বে মিরপুর সনি সিনেমা হল এলাকায় এই বিষয়ে সচেতনতামূলক অনুষ্ঠান শুরু হয়।
এ সময় মেয়র বলেন, ডেঙ্গুর প্রকোপ রোধে জনগণকে সচেতন ও সম্পৃক্ত করতে আমরা ব্যাপক প্রচারণা চালানোর সিদ্বান্ত নিয়েছি। বিভিন্ন অঞ্চলে ভাগ করে এই সচেতনতা কার্যক্রম পরিচালনা করা হবে।
আতিকুল বলেন, আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস। আজ বাঙালির জন্য গুরুত্বপূর্ণ একটি দিন। সে কারণে এই দিনটিকে কেন্দ্র করে বিএনসিসি ও স্কাউট সদস্যদের সঙ্গে নিয়ে আমরা মশা নিয়ন্ত্রণে জনগণকে সচেতন করতে এ সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করেছি।
তিনি বলেন, ডিএনসিসির প্রতিটি এলাকায় আলাদা সচেতনতা কার্যক্রম চালানো হবে। ন্যাশনাল ক্যাডেট কোর এবং স্কাউটস সদস্যরা আমাদের এই সচেতনতা কার্যক্রমে যুক্ত হয়েছেন। এজন্য তাদেরকে আলাদাভাবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
মেয়র আতিক বলেছেন, দশটি অঞ্চল চিহ্নিত করে আলাদা সচেতনতা কার্যক্রম চালানোর জন্য আলাদা টিম গঠন করা হয়েছে। তারাও একইসাথে মশা নিয়ন্ত্রণের সচেতনতায় কাজ করবে।
জেবি/ আরএইচ/