বাজেটে গরুর মাংসের দাম নিয়ে সুখবর আসতে পারে


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০২:৪৭ অপরাহ্ন, ১৭ই মে ২০২৩


বাজেটে গরুর মাংসের দাম নিয়ে সুখবর আসতে পারে
ছবি: সংগৃহীত

আসন্ন ২০২৩-২০২৪ অর্থবছরের বাজেটে মাংস ও মাংসজাত পণের দাম কমাতে সুখবর আসতে পারে। মাংস ও মাংসজাত নিত্যপণ্যের ক্যাটাগরিতে আনার প্রস্তাব আসতে পারে বাজেটে। 


বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, বাজেটে মাংস ও মাংসজাত পণ্যের উৎসে গড় অগ্রিম আয়কর ৫-৭ শতাংশ থেকে কমিয়ে ২ শতাংশ করা হতে পারে।


এদিকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম মাংস ও মাংসজাত পণ্যের ওপর অগ্রিম আয়কর কমানোসহ এই পণ্য নিত্যপণ্যের ক্যাটাগরিতে আনার প্রস্তাবনা দিয়েছিলেন। জাতীয় রাজস্ব বোর্ড মাংস ও মাংসজাত পণ্যের ওপর অগ্রিম আয়কর কমানোর প্রস্তাব গ্রহণ করেছে।


মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম সই করা এক চিঠি পাঠানো হয়েছে এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমকে।


জেবি/ আরএইচ/