নির্বাচন নিরপেক্ষ হবে: রাষ্ট্রপতি সাহাবুদ্দিন


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৩:৫০ অপরাহ্ন, ১৭ই মে ২০২৩


নির্বাচন নিরপেক্ষ হবে: রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
পাবনার ডায়াবেটিক সমিতি পরিদর্শনে যান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ছবি: পিআইডি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, অনির্বাচিত সরকারের সুযোগ নেই, সংবিধান অনুযায়ী স্বাধীন কমিশন নিরপেক্ষ নির্বাচন করবে। আলোচনার মাধ্যমে ঐক্যমতে আসতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি। 


বুধবার (১৭ মে) পাবনার ডায়াবেটিক সমিতি পরিদর্শনে এসে সুধী সমাবেশে এসব কথা বলেন তিনি। 


রাষ্ট্রপতি বলেন, সংবিধান অনুযায়ী স্বাধীন কমিশন নিরপেক্ষ নির্বাচন করবে। রাজনীতির নামে কেউ হানাহানি সৃষ্টি করবেন না। তাহলে কঠোর হস্তে দমন করা হবে। 


বক্তারা রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়ে পাবনা ডায়াবেটিক হাসপাতালের উন্নয়নে তার অতীত অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। রাষ্ট্রপতি পাবনার অন্যতম স্মৃতিময় আড্ডাস্থল পাবনা ডায়াবেটিক সমিতি পরিদর্শন করেন। এসময় রাষ্ট্রপতি সমিতির চিকিৎসক ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। 


প্রায় দুই ঘন্টাব্যাপী অবস্থানের পর দুপুর ২টা টার সমিতি থেকে বের হয়ে সার্কিট হাউজে বিশ্রামে রয়েছেন। 


এদিকে রাষ্ট্রপতির প্রটোকল অফিসার নবিরুল ইসলাম সাক্ষরিত সফরসূচি থেকে জানা গেছে, আগামীকাল ১৮ মে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ শেষে ১১টা ৪০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেবেন। 


জেবি/ আরএইচ/