ঢাকার উদ্দেশ্যে পাবনা ছেড়েছেন রাষ্ট্রপতি
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১২:২২ অপরাহ্ন, ১৮ই মে ২০২৩
চার দিনের সরকারি সফর শেষে বঙ্গভবনের উদ্দেশ্যে পাবনা ছেড়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
বৃহস্পতিবার (১৮ মে) সকাল সাড়ে ১১ টার দিকে পাবনা থেকে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশ্যে রওনা হন তিনি।
এ সময় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, পাবনা-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, পাবনা স্কয়ার গ্রুপের অন্যতম কর্ণধার অঞ্জন চৌধুরী প্রিন্টু, জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন এবং পাবনা পুলিশ সুপার আকবর আলী মুন্সীসহ সব কর্মকর্তারা তাকে বিদায় জানান।
সফরসূচি হিসেবে রাষ্ট্রপতির দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানী তেজগাঁওস্থ বিএএফ বেইজ বাশার হেলিপ্যাড হয়ে রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনে পৌঁছানোর কথা রয়েছে।
জেবি/ আরএইচ/