দামুড়হুদায় কালবৈশাখী ঝড়ে গাছ চাপায় নারীর মৃত্যু
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ১২:৩৯ পিএম, ১৮ই মে ২০২৩

চুয়াডাঙ্গার দামুড়হুদায় কালবৈশাখী ঝড়ে গাছ চাপায় ছকিনা বেগম (৬৩) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
বুধবার (১৭ মে) সন্ধ্যা ৭টার দিকে দামুড়হুদা উপজেলার হাউলি ইউনিয়নের জয়রামপুর তারিনিপুর গ্রামে ওই দুর্ঘটনা ঘটে। নিহত ছকিনা বেগম একই গ্রামের মৃত মহি উদ্দীনের স্ত্রী।
নিহতের পরিবারিক সূত্রে জানা গেছে, গত বুধবার সন্ধ্যায় হঠাৎ কালবৈশাখী শুরু হয়। এ সময় বাড়িতে নিজেদের আম গাছের আম কুড়াতে শুরু করে ছকিনা খাতুন। হঠাৎ ফজলি আম গাছের ডাল ভেঙে পড়ে তার উপরে। আম গাছের ডাল চাঁপায় সে গুরুতর আঘাত পেয়ে আহত হন। তাকে আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক সাদিয়া মা আরিজ জানান, হাসপাতালে আনার আগেই মারা যান ছকিনা বেগম।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, কোন অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হবে।
জেবি/ আরএইচ
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

মাগুরায় WeCARE প্রকল্পে বদলে যাচ্ছে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা

শহীদ রাব্বির কবরস্থানে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য পুলিশ সুপারের দুঃখ প্রকাশ

পারিবারিক দ্বন্দ্বে বন্ধ পানি বের হওয়ার পথ, ভোগান্তিতে স্কুলের শতাধিক শিক্ষার্থী

জুলাই অভ্যুত্থান দিবসে মেহেরপুরে শহীদদের প্রতি শ্রদ্ধা
