মেট্রোরেলের নতুন সময়সূচি নির্ধারণ


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:০৪ অপরাহ্ন, ১৮ই মে ২০২৩


মেট্রোরেলের নতুন সময়সূচি নির্ধারণ
মেট্রোরেল | ফাইল ছবি

মেট্রোরেলের নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী, এ মে মাসের ৩১ তারিখ থেকে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত অর্থাৎ ১২ ঘণ্টা চলবে মেট্রোরেল। আর সাপ্তাহিক ছুটি মঙ্গলবার বদলে শুক্রবার বন্ধ থাকবে মেট্রোরেল।


বৃহস্পতিবার (১৮ মে) বেলা ১১টায় এক সংবাদ সম্মেলনে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পরিচালক এম এ এন সিদ্দিক এ তথ্য জানান।


এর আগে বর্তমানে উত্তরা থেকে আগারগাঁও নয়টি স্টেশনে মেট্রোরেল সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলাচল করছে। প্রথমে দুপুর ১২টা পর্যন্ত থাকলেও পর্যায়ক্রমে তা বাড়ানো হয়।


ডিএমটিসিএল পরিচালক বলেন, ''নতুন সময়সূচি অনুযায়ী সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত পিক আওয়ার হিসেবে বিবেচনা করে প্রতি ১০ মিনিট পর পর মেট্রোরেল ছাড়বে। ১১টার পর থেকে বিকেল ৩টা পর্যন্ত ১৫ মিনিটের ব্যবধানে মেট্রোরেল ছাড়বে। পরবর্তী ৩ ঘণ্টা আবারও ১০ মিনিট পর পর স্টেশন ছাড়বে মেট্রোরেল। সন্ধ্যা ৬টার পর থেকে নন পিক আওয়ার ধরে ১৫ মিনিট পরপর মেট্রোরেল চলবে রাত ৮টা পর্যন্ত।''


তিনি আরও বলেন, ''এখন মেট্রোরেলে সাপ্তাহিক ছুটি মঙ্গলবার। এটার কিছু মেজর মেনটেইনেন্স লাগে। একদিন বন্ধ রাখতেই হয়। যাত্রী যারা নিয়মিত চড়েন, তাদের সাথে কথা বলে চাহিদা বিবেচনায় আমরা ৩১ মে থেকে সপ্তাহের শুক্রবার মেট্রোরেল চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি।''


জেবি/এসবি