প্রথম হজ ফ্লাইট কবে, জানালো মন্ত্রণালয়


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৪:৩১ অপরাহ্ন, ১৮ই মে ২০২৩


প্রথম হজ ফ্লাইট কবে, জানালো মন্ত্রণালয়
ফাইল ছবি

এ বছরের হজ কার্যক্রম আগামীকাল শুক্রবার (১৯ মে) উদ্বোধন করা হবে বলে জানা গেছে। রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে সশরীরে উপস্থিত থেকে এ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ অনুবিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।


ধর্মমন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার প্রধানমন্ত্রী এ বছরের হজ কার্যক্রম উদ্বোধন করবেন। গত বছর ভার্চুয়ালি হজ কার্যক্রম উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী, এবার সশরীরেই উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন। 


আগামীকাল উদ্বোধনী অনুষ্ঠানে দুই-একজন হজযাত্রীর সঙ্গেও মতবিনিময় করবেন তিনি। তবে উদ্বোধনী অনুষ্ঠানের নির্দিষ্ট সময় উল্লেখ করেনি মন্ত্রণালয়।


ধর্মমন্ত্রণালয় আরও জানায়, আগামী ২০ মে রাত পৌনে ৩টায় প্রথম হজ ফ্লাইট সৌদি আরবে যাবে। এরই মধ্যে হজ ক্যাম্পের সার্বিক প্রস্তুতি গ্রহণ ও হজ সংশ্লিষ্ট অন্যান্য কার্যক্রম সম্পন্ন করা হয়েছে বলেও জানানো হয়।


জেবি/এসবি