যেভাবে মিষ্টি আম চিনবেন


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪১ অপরাহ্ন, ২০শে মে ২০২৩


যেভাবে মিষ্টি আম চিনবেন
মিষ্টি আম

সব বিক্রেতাই বলে তার আম মিষ্টি কেনার পর বাসায় এসে খেতে গিয়ে দেখলেন যে সেই আম ভীষণ টক। এখন কথা হলো, আগে থেকে কি বোঝা সম্ভব যে আম মিষ্টি কি না? আপনি যদি আম কেনার সময় কিছু টিপস মেনে কিনতে পারেন, তবে আর টক আম কিনে এনে ঠকতে হবে না। 


চলুন জেনে নেওয়া যাক আম চেনার কৌশল:


খোসায় দাগ আছে কি না:

আম কেনার সময় এর খোসায় যদি কোনো দাগ-ছোপ দেখেন তবে সেই আম না কেনাই ভালো হবে। কারণ সেই আমের ভেতরের কিছু অংশ খারাপ থাকতে পারে। সেইসঙ্গে খেতেও খারাপ লাগতে পারে। তাই আম কেনার সময় খেয়াল করুন, এতে কেনো দাগ আছে কি না। এ ধরনের আম কেনা থেকে বিরত থাকতে হবে।


সুগন্ধ:

আম যদি মিষ্টি হয় তবে আম থেকে এক ধরনের সুগন্ধ বের হতে থাকবে। তাই আম কেনার সময় দ্বিধা-দ্বন্দ্বে না ভুগে বরং একটি আম নাকের কাছে নিয়ে গন্ধ শুঁকে দেখুন। আমের বোঁটার কাছটাতে গন্ধ নেবেন। যদি মৃদু সুগন্ধ নাকে এসে লাগে তবে বুঝবেন এই আম মিষ্টি হবে।


গাঢ় রঙ:

আম কেনার আগে তার রঙের দিকে একটু ভালো করে একটু খেয়াল করুন। যদি আমের রঙ গাঢ় হলুদ হয় তবে বুঝে নেবেন এই আম মিষ্টি হওয়ার সম্ভাবনা থাকে বেশি। একটু আঙুল বুলিয়ে খোসা পাতলা কি না তা দেখে নিতে পারেন। আকার এবং রঙ ঠিক থাকলে সেই আম সুস্বাদু হবেই। তবে সবুজ রঙের আম যে মিষ্টি হয় না, তা কিন্তু নয়।



নরম হবে:

আম যদি গাছপাকা হয়ে থাকে তবে তা নরম হবে। তাই আম কেনার সময় আমের গায়ে হালকা করে টিপে দেখতে পারেন। যদি দেখেন আঙুলের চাপে দেবে যাচ্ছে তাহলে সেই আম কিনতে পারেন। কারণ গাছপাকা আম হলে তা টক হওয়ার সম্ভাবনা কম থাকে। এদিকে কাঁচা কিংবা অর্ধপাকা আম পাকানো হলে তাতে টকভাব থেকেই যায়। 


আরএক্স/