নোয়াখালীতে শিয়ালের মাংস বিক্রি, গ্রেপ্তার ১


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


নোয়াখালীতে শিয়ালের মাংস বিক্রি, গ্রেপ্তার ১

নোয়াখালীর সুবর্নচরে শিয়ালের মাংস বিক্রির অপরাধে আব্দুল মালেক নামে এক ব্যক্তিকে ৩০০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় জব্দকৃত শিয়ালের মাংস উপজেলা পরিষদ চত্বরে মাটিতে পুঁতে ফেলা হয়।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নের ভূঁইয়ারহাট বাজারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। সুবর্নচর উপজেলার সহকারী পরিচালক (ভূমি) বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, উপজেলার ভূঁইয়ারহাট বাজারে শিয়ালের মাংস বিক্রি হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে বন বিভাগ ও উপজেলা প্রশাসন যৌথ অভিযান চালায়। এ সময় চরজুবলি ইউনিয়নের উত্তর বাগ্যার আব্দুল মালেক নামে একজনকে শিয়ালের মাংসসহ আটক করা হয়। পরবর্তীতে তাকে বন্যপ্রাণী আইন-২০১২ এর ৩৪ (খ) ধারা মোতাবেক ৩০০০ (তিন হাজার) টাকা অর্থদণ্ড অনাদায়ে ৭ দিনের কারাদণ্ড প্রদান করা হয়। পরে অভিযুক্ত আব্দুল মালেক জরিমানার টাকা নগদে প্রদান করে। ভবিষ্যতে এ ধরনের কাজ করবেননা মর্মে মুচলেকা দিয়ে কাকে ছেড়ে দেয়া হয়। এ সময় বন বিভাগের উপজেলা কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শিয়ালসহ অন্যান্য বন্যপ্রাণী প্রকৃতির অবিচ্ছেদ্য অঙ্গ যা পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সরকার পাতি শিয়ালকে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন-২০১২ এর তফসিল-১ এ সংরক্ষিত বন্যপ্রাণী হিসাবে তালিকাভুক্ত করেছে যা ধরা, মারা, বিক্রি, খাওয়া, আইনত দণ্ডনীয় অপরাধ।

এসএ/