জনতা ডিগ্রি কলেজের আইসিটি ভবনের উদ্বোধন


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ১১:৩৬ পূর্বাহ্ন, ২২শে মে ২০২৩


জনতা ডিগ্রি কলেজের আইসিটি ভবনের উদ্বোধন
জনতা ডিগ্রি কলেজের আইসিটি ভবনের উদ্বোধন

শিক্ষার্থীদের শুধু রাজনীতি করলে হবে না, পড়াশোনা করে মানুষের মত মানুষ হয়ে দেশ গড়ার কারিগর হতে হবে। যে শিক্ষার্থীর কাছে যত বেশী তথ্য থাকবে, সে ততবেশি স্মার্ট হবে। এছাড়া প্রযুক্তিগত জ্ঞান অর্জনের মাধ্যমে  আমাদের শিক্ষার্থীরা আগামী বিশ্বের নেতৃত্ব দেবে বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ডক্টর এ এস এম মাকসুদ কামাল।


রবিবার (২১মে) লক্ষ্মীপুরে জনতা ডিগ্রি কলেজের নবনির্মিত আইসিটি ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এর আগে তিনি শিক্ষক-শিক্ষার্থীদের সাথে অংশ নিয়ে ফিতা কেটে ভবনটির উদ্বোধন করেন।


জনতা ডিগ্রি কলেজের গভর্নিং বডি'র সভাপতি আলহাজ্ব শিব্বির মাহমুদের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন জনতা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলম খান, চরশাহী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রাজু, চরশাহী ইউনিয়ন সাবেক চেয়ারম্যান গুলজার মোহাম্মাদ, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ, লক্ষ্মীপুর সদর উপজেলা আওয়ামীগ সহ সভাপতি আবুল কাশেম মিয়াজী, চন্দ্রগঞ্জ থানা আওয়ামীলীগ সহ সভাপতি এডভোকেট শামসুল হক, চরশাহী ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রিংকু, জনতা ডিগ্রি কলেজের গভার্নিং বডি'র সদস্য সহ উপজেলা ও স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ।


এসময় রাফিদ নাহিদের সঞ্চালনায় অতিথিরা জনতা ডিগ্রি কলেজের নানা ইতিবাচক দিক তুলে ধরে বক্তব্যে বলেন, সুশৃংখল নেতৃত্তের কারণে কলেজটি লক্ষ্মীপুরে  ব্যাপক সুনাম অর্জন করেছে। এছাড়া জনতা ডিগ্রী কলেজের সাজানো-গোছানো পরিচ্ছন্ন পরিবেশ প্রশংসা করেন অতিথিরা।


মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের বাস্তবায়নে জনতা ডিগ্রি কলেজের আইসিটি চারতলা বিশিষ্ট ভবনটি ২ কোটি ৫০ লক্ষ টাকা ব্যায়ে নির্মাণ করে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর।


আরএক্স/