সিএনজি ভাড়ার জন্য বৃদ্ধের কাপড় খুলে নিল চালক


Janobani

জনবাণী ডেস্ক

প্রকাশ: ০৪:৩৩ অপরাহ্ন, ২২শে মে ২০২৩


সিএনজি ভাড়ার জন্য বৃদ্ধের কাপড় খুলে নিল চালক
বান্দরবানের লামায় ভাড়া দিতে না পারায় আশি ঊর্ধ্ব বৃদ্ধের গায়ের পাঞ্জাবি খুলে নিল সিএনজিচালক। ছবি: সংগৃহীত

ভাড়া দিতে না পারায় বান্দরবানের লামায় আশি ঊর্ধ্ব বৃদ্ধ রহমত আলির গায়ের পাঞ্জাবি খুলে নিয়েছে সিএনজিচালক মো. আজিজ (৫০) বলে অভিযোগ পাওয়া গেছে।


ঘটনাটি ঘটেছে গত শনিবার সকাল ৯টায় উপজেলার সরই ইউনিয়নের কেয়াজুপাড়া বাজারের চৌরাস্তা মোড়ে। এরপরই এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে সমালোচনার ঝড় ওঠে।


জানতে চাইলে অভিযুক্ত সিএনজিচালক আজিজ বলেন, সকালে প্রথম টিপ ভাড়া নিয়ে গেলাম। ওই বৃদ্ধ ভাড়ার টাকা নেই আগে বলেনি। তাই নিজেকে সংযত রাখতে পারিনি।


লোহাগাড়া উপজেলার অটোরিকশা সিএনজিচালক কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো. রাসেল বলেন, সামান্য টাকার জন্য বৃদ্ধ লোকটিকে এভাবে অপমান করা ঠিক হয়নি।


কেয়াজুপাড়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. সেলিম বলেন, সিএনজিচালকের বিচার হওয়া দরকার। তার উপযুক্ত বিচার না হলে তাকে এই রোডে গাড়ি চালাতে দেওয়া হবে না।


সরই ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ইদ্রিস কোম্পানি বলেন, ভিডিওটি দেখেছি এবং ঘটনাটি অনেকে জানিয়েছে। সিএনজিচালক সমিতির নেতাদের সঙ্গে বসে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।


জেবি/ আরএইচ