পটুয়াখালীতে আন্তর্জাতিক জীব বৈচিত্র দিবসে আলোচনা সভা


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৬:৫৩ অপরাহ্ন, ২২শে মে ২০২৩


পটুয়াখালীতে আন্তর্জাতিক জীব বৈচিত্র দিবসে আলোচনা সভা
ছবি: জনবাণী

পটুয়াখালীতে আন্তর্জাতিক জীব বৈচিত্র দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (২২ মে) বেলা সাড়ে ১১ টায় বিভাগীয় বন কর্মকর্তা মো. সফিকুল ইসলামের সভাপতিত্বে বন তাপসী মিলনায়তনে দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী সাইফুদ্দিন, রেঞ্জ অফিসার নয়ন মিস্ত্রী, পরিবেশ আন্দোলন কর্মী ও বীর মুক্তিযোদ্ধা মানস কান্তি দত্ত, পটুয়াখালী জেলা টেলিভিশন জার্নালিষ্ট ফোরাম সভাপতি মুজাহিদ প্রিন্স, দেশ টিভি ও দৈনিক সকালের সময়ের জেলা প্রতিনিধি সাঈদ ইব্রাহিম, দৈনিক বর্তমান জেলা প্রতিনিধি মো. রিয়াজুল রহমান ও এনিমেল লাভার্স অব পটুয়াখালীর মো. নাসিম আলী।


বক্তারা বলেন, পৃথিবীকে বাঁচাতে হলে জীব বৈচিত্র রক্ষায় আমাদের সবাইকে বিশেষভাবে উদ্যোগী হতে হবে। মহান সৃষ্টিকর্তা হিসেব করেই এই পৃথিবীর সব কিছু সৃষ্টি করেছেন। তাই সুন্দর পৃথিবী গড়তে আমাদের জীব বৈচিত্র রক্ষার কোন বিকল্প নেই।


এছাড়া আরও উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলার সকল বন কর্মকর্তারা।


জেবি/ আরএইচ