বাউফলে নবনির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ও মডেল মসজিদ উদ্বোধন
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০২:৪৭ অপরাহ্ন, ২৩শে মে ২০২৩
পটুয়াখালীর বাউফলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী সারাদেশের ন্যায় ৩ কোটি ২৮ লাখ টাকা ব্যায়ে নবনির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের উদ্ধোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে নবনির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের উদ্ধোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি ও সাবেক চীফ হুইপ বীর মুক্তিযাদ্ধা আ.স.ম ফিরোজ এমপি।
সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সামসুল আলম মিয়ার সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার মো. আল আমিনের সভাপতিত্বে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স অডিটরিয়াম বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে এক মতবিনিময় সভায় মিলিত হন এমপি আ.স.ম ফিরোজ।
এর আগে প্রধান অতিথি বেলা ১১টার দিকে প্রায় ১৪ কোটি টাকা ব্যায়ে বাউফল উপজেলা পরিষদ চত্বরে একটি মডেল মসজিদ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন।
উদ্বোধনকালে গণপূর্ত বিভাগের নিবার্হী প্রকৌশলী হারুন অর রশিদ বলেন, ২০২৪ সালের ৩০জুনে মসজিদের নিমার্ণ কাজ শেষ হবে।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম নিসু, বাউফল থানা অফিসার ইনচার্জ (ওসি) এটিএম আরিচুল হক, বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ এবং এমপি’র এপিএস আনিচুর রহমান প্রমুখ ।
জেবি/ আরএইচ